ছয় ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় পুরানা পল্টনের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিতঃ 11:59 am | January 07, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর পুরানা পল্টনের একটি চারতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয় ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। প্রথমে দুই ইউনিট পরে আরও তিন ইউনিট সেখানে গিয়ে কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিটসহ মোট ছয় ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিতে কাজ করছিল। সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণের তথ্য জানানো হয়।

এদিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসকে সহায়তা করতে পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়।

কালের আলো/এএএন/কেএ