পল্লী উন্নয়নে নতুন সচিব, অবসরে প্রাথমিক ও গণশিক্ষা সচিব
প্রকাশিতঃ 4:36 pm | January 07, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের নতুন সচিব হয়েছেন মো. নজরুল ইসলাম। বর্তমানে তিনি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব পদে কর্মরত আছেন।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলামকে পদোন্নতি দিয়ে সচিব করা হলো। এছাড়া তাকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হলো।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে একইদিন পৃথক আরেক প্রজ্ঞাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদকে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদকে গত ৩১ ডিসেম্বর থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর উত্তর ছুটিকালীন সুবিধা পাবেন।
কালের আলো/এএএন/কেএ