প্রবাসীরাও ই-পাসপোর্ট ডেলিভারির এসএমএস পাবেন

প্রকাশিতঃ 9:00 pm | January 07, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আগামীকাল বুধবার (৮ জানুয়ারি) থেকে ই-পাসপোর্ট আবেদনকারী প্রবাসী বাংলাদেশিরাও এসএমএস সুবিধা পাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এর আগে এই সেবা শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ ছিল।

পাসপোর্ট জটিলতা নিয়ে আজাদ মজুমদার বলেন, ‘পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আমাদের আজ একটি সুখবর দিয়েছেন। বাংলাদেশি নাগরিক যারা ই-পাসপোর্টের জন্য আবেদন করেন, পাসপোর্ট ডেলিভারির জন্য তৈরি হলে একটি এসএমএস দেওয়া হয়। দেশের মধ্যে এই এসএমএস সার্ভিস চালু আছে। আগামীকাল থেকে এই সেবা বিদেশে প্রবাসীদের জন্যও চালু হবে।’

তিনি বলেন, ‘ডেলিভারির জন্য পাসপোর্ট তৈরি হলেই আবেদনের সঙ্গে প্রবাসী ভাই-বোনদের দেওয়া নম্বরে এসএমএস চলে যাবে। এর ফলে কিছু হয়রানি কমে যাবে বলে আমরা আশা করি।’

মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রসঙ্গে ডেপুটি প্রেস সচিব বলেন, ‘মেশিন রিডেবল পাসপোর্ট দাপ্তরিক জটিলতার কারণে প্রায় ১ লাখ ৯৭ হাজার মেশিন রিডেবল পাসপোর্ট প্রবাসী ভাই-বোনদের পেন্ডিং ছিল প্রিন্টিংয়ের জন্য। গত তিন সপ্তাহে ১ লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পৌঁছানো হয়েছে। এগুলো অচিরেই বিতরণ শুরু হবে।’

এ সময় আবুল কালাম আজাদ মজুমদার পাসপোর্ট আবেদনকারীদের হয়রানি কমানোর উদ্যোগের কথা জানান। তিনি বলেন, ‘দেশের বিভিন্ন পাসপোর্ট অফিসে আবেদনকারীর পাসপোর্ট প্রাপ্তি সহজ করার উদ্যোগ চলমান আছে। এর মধ্যে একটা আছে পাসপোর্ট অফিস কীভাবে দালালমুক্ত করা যায়। পাসপোর্ট বিভাগ থেকে একটা সিদ্ধান্ত আমাদের জানানো হয়েছে। পাসপোর্ট আবেদন করার জন্য অনেকেই আশেপাশের কম্পিউটারের দোকান থেকে আবেদন করেন। এই দোকানগুলো ঘিরে দালালচক্র থাকে, যার কারণে সেবাপ্রার্থীদের অসুবিধা হয়। এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আউটসোর্সিং করে কিছু প্রোপার এজেন্ট নিয়োগ দেওয়া হবে, যারা আবেদনকারীদের সহায়তা করবেন। এতে করে দালাল চক্রের দৌরাত্ম অনেক কমে আসবে বলে পাসপোর্ট অফিস মনে করে।’

কালের আলো/এমডিএইচ