ওসিকে লাঞ্ছিত করা স্বেচ্ছাসেবক দলের সেই নেতা সব পদ থেকে বহিষ্কার
প্রকাশিতঃ 9:16 pm | January 07, 2025
চট্টগ্রাম প্রতিনিধি, কালের আলো:
চট্টগ্রাম কোতোয়ালি থানার সাবেক ওসি মোহাম্মদ নেজাম উদ্দিনকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় নগরের চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম আবু বক্কর রাজু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলামকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হলো। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
সোমবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে সাবেক ওসি মোহাম্মদ নেজাম উদ্দিনকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনা ঘটে। পুলিশ নেজাম উদ্দিনকে থানায় আনার পর বিএনপির নেতাকর্মীরা পাঁচলাইশ থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটায় ব্যক্তিগত গাড়িতে পাসপোর্ট অফিসের সামনে আসেন পুলিশ কর্মকর্তা নেজাম। এ সময় আশপাশে থাকা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে দেখতে পেয়ে ছুটে যান। তখন তার সঙ্গে বিএনপি নেতাকর্মীদের হাতাহাতি হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তা নেজামের শার্টের কলার ধরে তাকে টানাহেঁচড়া করছেন স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী। এ সময় কয়েকজনকে তাকে মারধর করতেও দেখা যায়।
সেখানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নেজামের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময়ে নির্যাতন করার নানা ধরনের অভিযোগ করে বিভিন্ন ধরনের স্লোগান দেন।
উল্লেখ্য, নেজাম উদ্দিন বর্তমানে সিআইডি কুমিল্লাতে দায়িত্ব পালন করছেন। এর আগে নগরের কোতোয়ালি, বাকলিয়া, সদরঘাট ও পটিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কালের আলো/এমডিএইচ