প্রকাশিতঃ 10:05 pm | January 07, 2025

আশুলিয়ায় জুলাই ঘোষণাপত্রের লিফলেট বিতরণ

আশুলিয়া প্রতিবেদক, কালের আলো:

সাভারের আশুলিয়ায় জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে ও ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করেন তারা।

বক্তারা জানান, প্রান্তিক পর্যায়ের মানুষসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে, পেশাজীবী মানুষের মাঝে ঘোষণা পত্রের গুরুত্ব তুলে ধরতেই এ সপ্তাহব্যাপী এ কর্মসূচী চলছে।

তাদের অভিযোগ সরকার এখনো ঘোষণাপত্রের ব্যাপারে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। গণ-অভ্যুত্থানে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে সরকার এ নিয়ে শিগগিরই কাজ শুরু করবে।

নেতাকর্মীরা জনসংযোগের পর বিক্ষোভ মিছিলও বের করেন।

 

কালের আলো/এসএকে