দক্ষতা ও সক্ষমতা যাচাইয়ে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ পর্যবেক্ষণ সেনাপ্রধানের, ভাগ্যবিড়ম্বিত শীতার্তদের শীতবস্ত্র উপহার

প্রকাশিতঃ 10:15 pm | January 07, 2025

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

বাংলাদেশ সেনাবাহিনীকে বিশ্বমানের সেনাবাহিনীতে রূপান্তরের কর্মযজ্ঞ চলছে প্রতিনিয়ত। লক্ষ্যপূরণে বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নিজেদের দক্ষতা ও সক্ষমতা যাচাইয়ে তাঁর নেতৃত্বাধীন এই বাহিনীটি পরিপূর্ণভাবে মনোনিবেশ করেছে শীতকালীন প্রশিক্ষণে। ইতোমধ্যেই নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সেনা সদর ও সকল ফরমেশন পূর্ণাঙ্গরূপে মোতায়েন রয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের শিমুলিয়া এলাকায় ১৯ পদাতিক ডিভিশনের বাৎসরিক যৌথ প্রশিক্ষণ মহড়া পর্যবেক্ষণ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি সময়ের সঙ্গে তাল মিলিয়ে সৈনিকদের দৃঢ় মনোবলের মাধ্যমে সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন।

এ সময় সেনাপ্রধান বিভিন্ন রণকৌশলগত প্রশিক্ষণ কার্যাবলী অবলোকন করে সন্তোষ প্রকাশ করেন। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সব রকমের চ্যালেঞ্জ মোকাবিলায় সদা  প্রস্তুত থাকতে উপস্থিত সেনা কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যদের দিকনির্দেশনা প্রদান করেন।

এর আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান স্থানীয় শিমুলিয়া মাঠে এসে পৌঁছলে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো.মাইনুর রহমান এবং ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান তাকে স্বাগত জানান।

জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের যুগোপযোগী করে গড়ে তোলার পাশাপাশি নানাভাবেই দেশের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াচ্ছে। এদিন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিজ বাহিনীর দেশসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে কাকনী ইউনিয়নের শিমুলিয়া এলাকায় ভাগ্যবিড়ম্বিত শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। সেনাবাহিনীর মানবিক এমন উপহারে খুশি স্থানীয় জনসাধারণও। জাতির আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন সেনাপ্রধান।

এ সময় সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স (এমজিও) মেজর জেনারেল মো.আবু বক্কর সিদ্দিক খাঁন, ব্রিগেডিয়ার জেনারেল মো.হুমায়ুন কবিরসহ উচ্চ পদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে