সাবেক স্ত্রীর ভাতিজিকে বিয়ে করে তোপের মুখে ব্রাজিল ফরোয়ার্ড

প্রকাশিতঃ 10:48 pm | January 07, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

২০০৯ সালে ব্রাজিলের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় গিভানিলডো ভিয়েরা ডি সুজার, তবে তিনি পরিচিত হাল্ক নামে। ২০১৩ সাল পর্যন্ত প্রায় নিয়মিত খেললেও, এরপর থেকে তিনি জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়েন। মাঝে দীর্ঘ সময় বিরতি দিয়ে হাল্ক সর্বশেষ ব্রাজিলের জার্সি গায়ে তোলেন ২০২১ সালে। তিনি সম্প্রতি বিয়ে করেছেন সাবেক স্ত্রীর এক ভাতিজিকে, এরপর স্বদেশি সমর্থকদের ব্যাপক ট্রোলের শিকার হন এই সেলেসাও ফরোয়ার্ড।

ব্রাজিলিয়ান ক্লাব অ্যাতলেটিকো মিনেইরোতে খেলা এই তারকা ক্যামিলা অ্যাঞ্জেলো সুজা নামের এক চিকিৎসককে বিয়ে করেছেন। যা হাল্কের দ্বিতীয় বিয়ে। তবে বিপত্তি বেধেছে অন্য জায়গায়। নববিবাহিত ক্যামিলা হাল্কের সাবেক স্ত্রী ইরান অ্যাঞ্জেলোর ভাতিজি। ইরানের বোন এবং ক্যামিলার ফুফু রেইসা অ্যাঞ্জেলা বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে প্রকাশে আপত্তি জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘এই প্রতারণা মেনে নেওয়া কঠিন। যদি আমার মা বেঁচে থাকতেন, তিনি এই অস্বাভাবিক কর্মকাণ্ড সহ্য করতে পারতেন না।’

নিজের বোনজামাইয়ের সঙ্গে ভাতিজির বিয়ে দেখা ‘ভয়ঙ্কর দৃশ্য’ বলেও মন্তব্য করেছেন হাল্কের সাবেক স্ত্রীর বোন। এর আগে প্রথম স্ত্রী ইরানের সঙ্গে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সম্পর্ক ছিল ১২ বছরের। তাদের সংসারে তিনটি সন্তানও রয়েছে। পরবর্তীতে ২০১৯ সালে বিচ্ছেদ হয় হাল্ক-ইরান দম্পতির। এর ৪ বছর পর নতুন করে ব্রাজিল ফরোয়ার্ড বিয়ে করেছেন, যেখানে ভাতিজি ক্যামিলাকেই প্রতারক বলে উল্লেখ করেছেন তার ফুফু রেইসা।

কালের আলো/এসএকে