বিমানবন্দরে পৌঁছালেন খালেদা জিয়া

প্রকাশিতঃ 11:12 pm | January 07, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

উন্নত চিকিৎসার জন্য লন্ডন সফরের উদ্দেশে ঢাকার বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টা ৫০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে রাত ৮টা ১৫ মিনিটে খালেদা জিয়াকে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে বাসা থেকে রওনা হয় গাড়িবহর।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, দীর্ঘ প্রতীক্ষার পর সব কিছুর অবসান ঘটিয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার লক্ষ্যে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত ১০টা ৫০ মিনিটে বিমানবন্দরে পৌঁছেন তিনি।

কালের আলো/এসএকে