বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রকাশিতঃ 11:29 pm | January 07, 2025

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিবেদক, কালের আলো:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাড়ি।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের গিরদা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকা ও এর আশপাশে উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার গিরদা মাদ্রাসার উত্তর পাশের মাঠে স্থানীয় যুবকদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল সোমবার। রাত ৯টার দিকে বিদ্যুতের অবৈধ সংযোগ দিয়ে খেলা শুরু হয়। খেলা শেষ হওয়ার আধা ঘণ্টা আগে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা হযরত আলী ও বিএনপি কর্মী বুলু মিয়ার সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে রাত সাড়ে ১১টার দিকে হযরত আলী ও বুলু মিয়ার সমর্থিত লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় হযরত আলী, আব্দুল হান্নানের বাড়িসহ বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। তাদের মধ্যে বুলু মিয়া (৪৮), হযরত আলী (৪৬), আলভী আক্তার (২৬), মিরাজুল ইসলাম (২০), সালমা আক্তার (২৬), মিলন মিয়া (২৫), আব্দুল হাই (৩৫) ও আবির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে কোনো পক্ষই এখন পর্যন্ত অভিযোগ দেয়নি।

কালের আলো/এসএকে