সাবেক দুই এমপিসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিতঃ 11:40 pm | January 07, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি সাইফুজ্জামান শেখর, আবুল কালাম আজাদ ও শেখরের স্ত্রীর বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তারা কমিশনের ঢাকা-১ কার্যালয়ে পৃথক মামলা করেন।

শেখরের বিরুদ্ধে এজাহারে বলা হয়, তিনি অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে ১ কোটি ৭৯ লাখ ৬২ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন। তার নিজের নামে ও ব্যবসায়িক সাতটি ব্যাংক হিসাবে ৫ কোটি ৫৩ লাখ ৬২ হাজার টাকা জমা করেন এবং উত্তোলন করেন ৫ কোটি ৪৫ লাখ টাকা। এই হিসাব অনুযায়ী ব্যাংকে সন্দেহজনক লেনদেন করা হয় ১০ কোটি ৯৮ লাখ ৮২ হাজার টাকা।

শেখরের স্ত্রী সিমা রহমানের বিরুদ্ধে অসত উদ্দেশ্যে স্বামীর ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তিনি এসব সম্পদ ভোগদখলে রেখেছেন।

গাইবান্ধা-৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের বিরুদ্ধে এমপি থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ১০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। তাঁর নিজ নামের ও ব্যবসায়িক সাতটি ব্যাংক হিসাবে ২০ কোটি ৩৭ লাখ টাকা জমা ও ২০ কোটি ৩৬ লাখ ৬৩ টাকা উত্তোলন করেছেন। অর্থাৎ মোট ৪০ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। অনুসন্ধানে আবুল কালাম আজাদের স্ত্রী মোছা. রুহুল আরা রহিমের উৎসবিহীন ৫০ লাখ ৯৯ হাজার টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। তাঁর সম্পদের হিসাব চেয়ে শিগগির নোটিশ পাঠানো হবে।

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক উপপুলিশ কমিশনার (বর্তমানে চট্টগ্রাম রেঞ্জে কর্মরত) মো. শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আজ কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি করা হয়। এজাহারে বলা হয়, তিনি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১ কোটি ৪০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ফরিদপুর জেলায় পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন। ঢাকার উত্তরা জোনে উপপুলিশ কমিশনার ছিলেন। বর্তমানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির কার্যালয়ে কর্মরত।

কালের আলো/এসএকে