পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে অবস্থান ধর্মঘট

প্রকাশিতঃ 11:48 pm | January 07, 2025

রাবি প্রতিবেদক, কালের আলো:

পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে অবস্থান ধর্মঘট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লিচু চত্বরে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি।

ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। ক্যাম্পাসের লিচু চত্বরে মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের কর্মচারী রফিকুল ইসলাম বলেন, ‘ছাত্র-ছাত্রীরা আমাদের শত্রু নয়। তারা আমাদের সন্তান, আমাদের ভাই। সেদিন তারা শিক্ষক, কর্মকর্তাদের অবরুদ্ধ করে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। তার মানে এই নয় যে দেয়ালে পিঠ ঠেকে গেলেও বসে থাকব। আমরা ১ শতাংশ নয়, ৫ শতাংশই কোটা বহাল চাই। এটা কোনো কোটা না, এটা আমাদের প্রাতিষ্ঠানিক অধিকার। এই সুবিধা ব্যাংক, রেল, বিমান, বিদ্যুৎসহ সব জায়গায় আছে। আমাদেরও অধিকার ফিরিয়ে দিতে হবে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জাকিরুল ইসলাম বলেন, ১৯৭৭ সালে বিশ্ববিদ্যালয়ে আমাদের এই অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এটা একটা মীমাংসিত বিষয়। এটা বন্ধ করার এখতিয়ার উপাচার্য রাখে না। আজ এখানে এক হাজার মানুষ সমবেত হয়েছে। কাল দুই-তিন হাজার দেখবেন। পিয়নরা গেট-দরজা খুলবে না, ক্লাস-পরীক্ষা বন্ধ হবে। আমরা কোনো অফিসে বসব না, দেখি আপনারা কাদের দিয়ে কাজ করান।

কর্মসূচিটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন।

 

কালের আলো/এসএকে