সিলেটে ৬ মাসে ১২০ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

প্রকাশিতঃ 10:35 am | January 08, 2025

সিলেট প্রতিনিধি, কালের আলো:

সিলেট সীমান্তে গত ছয় মাসে ১২০ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময়ের মধ্যে সীমান্ত এলাকায় অনুপ্রবেশের দায়ে ৪৫ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) জেলার কোম্পানীগঞ্জ উপজেলার নারাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সীমান্ত চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভায় এসব বিষয় জানান সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি।

৪৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাছনাত, গোয়াইনঘাট সার্কেলের এএসপি সাহিদুর রহমান, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)-এর কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলাম, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মতিন, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জিয়াদ আলী, উত্তর রনিখাই ইউনিয়ন চেয়ারম্যান ফয়জুর রহমান, ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদরাসার শিক্ষা সচিব মুফতি ফখরুল ইসলাম মাসরূর ও আব্দুল আউয়াল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সীমান্ত এলাকাগুলোতে কঠোরভাবে নজরদারি বাড়ানো হয়েছে। যাতে কেউ এই সীমান্তকে পুঁজি করে অবৈধ ব্যবসা না করতে পারে। সেই সঙ্গে সীমান্ত পথ দিয়ে যাতে চোরাকারবারিরা ভারতীয় চিনি ও পেঁয়াজ এবং বাংলাদেশের রসুনসহ বিভিন্ন পণ্য যাতে আদান-প্রদান করতে না পারে সেজন্য বিজিবি লোকবল বাড়িয়েছে।

মতবিনিময় সভা শেষে উপজেলার ৩০০ হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

কালের আলো/এএএন/কেএ