যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৫ জনের মৃত্যু
প্রকাশিতঃ 10:55 am | January 08, 2025
আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
যুক্তরাষ্ট্রের বিশাল একটি অংশকে পর্যুদস্ত করে ফেলা প্রবল তুষারঝড়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এই ঝড়ের কারণে বহু স্কুল বন্ধ রয়েছে, ফ্লাইট ও যান চলাচলে বিশৃঙ্খলা দেখা দিয়েছে আর বহু অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাতটি অঙ্গরাজ্য– মেরিল্যান্ড, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, কানসাস, মিজৌরি, কেন্টাকি ও আরকানসাসে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
চরম আবহাওয়া পরিস্থিতির কারণে অন্তত ২ হাজার ৩০০ ফ্লাইট বাতিল হয়েছে, আরও প্রায় ৯ হাজার ছাড়তে বিলম্ব হয়েছে। পাওয়ারআউটেজ ডট ইউএস জানিয়েছে, মঙ্গলবার প্রথম কয়েক ঘণ্টা পর্যন্ত প্রায় ১ লাখ ৯০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন ছিলেন।
এদিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের অধিকাংশ এলাকায় পুরো সময়জুড়েই তুষারপাত ও তুষার বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস)। বিবিসি।
কালের আলো/এসএকে