অনুপ্রবেশ বন্ধ ও চোরাচালান রোধে সীমান্তে সচেতনতামূলক সভা
প্রকাশিতঃ 11:21 am | January 08, 2025
সুনামগঞ্জ প্রতিনিধি, কালের আলো:
সীমান্তে অনুপ্রবেশ বন্ধ ও চোরাচালান রোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা সীমান্তের কাফসা গ্রামে সুনামগঞ্জ-২৮ বিজিবির আয়োজনে এই জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
জেলার ৯০ কিলোমিটার সীমান্ত এলাকায় আরও নজরদারি বৃদ্ধিসহ চোরাচালানে জড়িতদের অন্য পেশায় যাওয়ার আহ্বান জানানো হয় সভায়। সম্প্রতি অনুপ্রবেশ বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী এলাকার স্থানীয় জনসাধারণকে এসব বিষয়ে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির স্থানীয়দের প্রতি আহ্বান জানান, বিজিবির পাশাপাশি সাধারণ জনগণ সজাগ থাকলে সীমান্তে অনুপ্রবেশ অনেকাংশে কমে যাবে। এ ছাড়াও অবৈধভাবে প্রতিনিয়ত ভারত থেকে বিভিন্ন পণ্য দেশের অভ্যন্তরে প্রবেশ করানো হচ্ছে, এটি প্রতিরোধে বিজিবিকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। সভা শেষে ডলুরা সীমান্ত এলাকার দুই শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মফিজুর রহমান, বিশ্বম্ভপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম, ডলুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই, মদিনাতুল উলুম কাপনা মাদ্রাসার মুহতামিম মাওলানা রশিদ আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, গত এক বছরে সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪২ কোটি ২৫ লাখ টাকার বেশি চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সুনামগঞ্জ ব্যাটালিয়ন। এ ছাড়া গত বছরে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে দেশি-বিদেশি ৪৪ জন নাগরিককে আটক করা হয়েছে।
কালের আলো/এমডিএইচ