বাহরাইনের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ

প্রকাশিতঃ 11:36 am | January 08, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দ্বিপাক্ষিক) ও ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি পলিটিক্যাল অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত শেখ আব্দুল্লাহ বিন আলী আল খালিফার সঙ্গে বৈঠক করেছেন দেশ‌টির বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস।

সোমবার (৬ জানুয়া‌রি) বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দ্বিপাক্ষিক) ও অ্যাক্টিং আন্ডার সেক্রেটারি পলিটিক্যাল অ্যাফেয়ার্সের দপ্তরে এ সাক্ষাৎ হয়।

মানামার বাংলা‌দেশ দূতাবাস জানায়, বৈঠকে তারা বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক উন্নয়ন, প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়সহ অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। ‎

বৈঠকে চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে তৃতীয় সচিব মোহাম্মদ মামুনুর রশীদ তালুকদার উপস্থিত ছিলেন।

কালের আলো/এমডিএইচ