ট্রাইব্যুনালের বিচার নিয়ে জাতির অনেক আশা-আকাঙ্ক্ষা: প্রধান বিচারপতি
প্রকাশিতঃ 12:29 pm | January 08, 2025
জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, এই জাতি অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের দিকে তাকিয়ে আছে। সাধারণ নাগরিকের মতো আমিও সেই আশা-আকাঙ্ক্ষা নিয়ে আছি। সংস্কারটা দেখতে চাই।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সংস্কার হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
এর আগে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারালয় এজলাস কক্ষ প্রসিকিউশন অফিসসহ সব জায়গা পরিদর্শন করেন।
এদিন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিটর তাজুল ইসলাম বলেন, বিচার বিভাগের প্রধান হিসেবে মাননীয় প্রধান বিচারপতি আজকে সংস্কার হাওয়া নতুন ভবনটি উদ্বোধন করলেন। আমরা তার সময়ের অপেক্ষায় ছিলাম।
কবে নাগাদ সংস্কার হওয়া ভবনে বিচার কাজ শুরু হবে এমন প্রশ্নের জবাবে তাজুল বলেন, ধরুন আজকে থেকেই শুরু হয়ে গেল বিচার কাজ। এখন নতুন করে যেদিন মামলার ডেট পড়বে নতুন ভবনে সেইদিন থেকে বিচার কাজ শুরু হবে।
এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী ট্রাইব্যুনালের কর্মচারী-কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এমডিএইচ