কানাডায় আশ্রয় চাওয়ার আবেদনে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
প্রকাশিতঃ 1:56 pm | January 08, 2025
আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
কানাডায় অ্যাসাইলাম (আশ্রয়) আবেদনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। সর্বোচ্চ সংখ্যক আবেদনকারী নিয়ে শীর্ষে রয়েছে ভারত। কানাডার অভিবাসী ও শরণার্থী বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত একটি তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
তালিকায় ২০১২ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের তথ্য সংযুক্ত করা হয়েছে। সেখানে দেখা গেছে, নিপীড়নের শিকার হয়ে কানাডায় আশ্রয়ের আবেদন ঝুলে আছে ২ লাখ ৪৯ হাজার ৮৫৭টি। এর মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৮২৮টি বিবেচনাধীন এবং ৩৩ হাজার ৫৮৩টি আবেদন অনুমোদন করা হয়েছে।
নিপীড়নের শিকার হয়ে ভারত থেকে কানাডায় আশ্রয়ের জন্য আবেদন বিবেচনাধীন ২৩ হাজার ৯০৫টি। এর মধ্যে ১ হাজার ৬২১টি আবেদন অনুমোদিত এবং ৩০ হাজার ৭৮৭টি এখনও ঝুলে আছে।
এর পরের অবস্থানেই আছে বাংলাদেশের নাম। বাংলাদেশের ১৪ হাজার ৫৮১টি আবেদন বিবেচনাধীন, যার মধ্যে ৫৪১টি অনুমোদিত হয়েছে। আবেদন ঝুলে আছে ১৬ হাজার ৩৭৫টি।
এ ছাড়া ১৩ হাজার ৪০টি বিবেচনাধীন আবেদন নিয়ে তৃতীয় অবস্থানে আছে নাইজেরিয়া। দেশটির ১ হাজার ৪৯৭টি আবেদন অনুমোদিত এবং ঝুলে আছে ১৭ হাজার ৭৪৭টি।
কালের আলো/এসএকে