বিমানে এসে খালেদা জিয়ার খোঁজ নিলেন কাতারের রাষ্ট্রদূত
প্রকাশিতঃ 2:57 pm | January 08, 2025
জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনের পথে ঢাকা ছেড়েছেন। পথে কাতারে কিছু সময়ের জন্য বিরতি দিয়েছেন। এসময় কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক খোঁজখবর নিয়েছেন।
বুধবার (০৮ জানুয়ারি) খালেদা জিয়ার সঙ্গে যাওয়া তার চিকিৎসক টিমের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির জানান, কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহন করা বিমানে বাংলাদেশের কাতারে রাষ্ট্রদূত নজরুল ইসলাম সাক্ষাৎ করে তার শারীরিক খোঁজখবর নিয়েছেন।
লন্ডনে পৌঁছার পর খালেদা জিয়াকে সেখানকার হাসপাতালে সরাসরি নিয়ে যাওয়া হবে। দেশটিতে অবস্থান করা বড় ছেলে তারেক রহমান তাকে বিমানবন্দরে বরণ করে নেবেন বলে জানা গেছে। এরমধ্যে দিয়ে সাড়ে সাত বছর পর মা-ছেলের সরাসরি সাক্ষাৎ হবে।
কালের আলো/এএএন/কেএ