ইসলামী ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট এম কামালউদ্দীনের মৃত্যুতে চেয়ারম্যান ও এমডির শোক

প্রকাশিতঃ 8:41 pm | January 08, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট (ব্যবস্থাপনা পরিচালক) ও বরেণ্য ব্যাংকার এম কামালউদ্দীন চৌধুরী আর নেই। বুধবার (৮ জানুয়ারি) বিকাল ৩টায় ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বরেণ্য এই ইসলামী ব্যাংকারের ইন্তেকালে মতিঝিলে ব্যাংক পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলা। তাঁরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। ইসলামী ব্যাংক পরিবারের পক্ষ থেকে এদিন বাদ আছর ব্যাংকের প্রধান ও আঞ্চলিক কার্যালয় এবং শাখাসমূহে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

ইসলামী ব্যাংক জানায়, মরহুম এম কামালউদ্দীন চৌধুরী ১৯৮৯ সালে ইসলামী ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। ইসলামী ব্যাংকে যোগদানের আগে তিনি অগ্রণী ব্যাংকে ডেপুটি জেনারেল ম্যানেজার ও আন্তর্জাতিক বিভাগের প্রধান হিসাবে কর্মরত ছিলেন। ১৯৬৩ সালে তৎকালীন হাবিব ব্যাংক লিমিটেড এ শিক্ষানবিশ কর্মকর্তা হিসাবে তাঁর কর্মজীবন শুরু হয়। ইসলামী ব্যাংক থেকে অবসর গ্রহণের পর তিনি ইসলামিক কমার্শিয়াল ইন্সুরেন্স এর চেয়ারম্যান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও শাহজালাল ইসলামী ব্যাংক সিকিরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, আহসানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ও হজ্ব ফাইন্যান্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ইসলামী ব্যাংকিংয়ের প্রসারে ইসলামিক ব্যাংক কনসালটেটিভ ফোরামের টাস্ক কমিটির চেয়ারম্যানসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।

আগামীকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাদ জোহর বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে মরহুম এম কামালউদ্দীনের প্রথম, বিকেল ৩টায় সাউথ ইস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে দ্বিতীয় ও বাদ এশা বেইলি রোড়ে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুমা চট্টগ্রাম শহরের কাট্টলিতে চতুর্থ জানাজা শেষে তাকে নিজ এলাকায় দাফন করা হবে।

কালের আলো/আরআই/এমকে