রাজধানীতে জামায়াতের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিতঃ 10:25 pm | January 08, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর মধ্য থানা জামায়াতের ৩১নং ওয়ার্ড শীতবস্ত্র বিতরণের এ আয়োজন করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান প্রধান অতিথির বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী এমন একটি সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। যেখানে রাষ্ট্রই প্রত্যেক নাগরিকের আয়-রোজগারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। রাষ্ট্র নিরাপদ আশ্রয়স্থল হবে এবং রাষ্ট্রই অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ সকল মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করবে।
এসময় থানা আমির মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আরও উপস্থিত ছিলেন- থানা সেক্রেটারি ইমরান আলী, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার ডক্টর মাইনুদ্দিন চৌধুরী, থানা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আয়াত আলী, মো. সেলিম সরদার, মোতালিব মিয়া প্রমুখ।
কালের আলো/এএএন/কেএ