আমি ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারতাম, বাইডেন
প্রকাশিতঃ 9:15 am | January 09, 2025
আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি মনে করেন তিনি (গত নির্বাচনে) ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারতেন এবং নভেম্বরের নির্বাচনে পুনরায় জয়ী হতে পারতেন।
মার্কিন এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
অবশ্য সংবাদমাধ্যম ইউএসএ টুডেকে দেওয়া একান্ত এই সাক্ষাৎকারে কথা বলার সময় বাইডেন বলেন, (প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে) তিনি আরও চার বছরের মেয়াদে এই পদে দায়িত্ব পালনের জন্য স্ট্যামিনা পেতেন কিনা তা তিনি নিশ্চিত নন।
৮২ বছর বয়সী যুক্তরাষ্ট্রর বিদায়ী এই প্রেসিডেন্ট বলেন, “এখন পর্যন্ত তো ভালোই আছি। কিন্তু ৮৬ বছর বয়সে আমি কেমন থাকব তা কে জানে?”
বিস্তৃত এই সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন, তিনি সাবেক রিপাবলিকান কংগ্রেসওম্যান লিজ চেনি এবং সাবেক সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ডা. অ্যান্টনি ফাউসি-সহ ডোনাল্ড ট্রাম্পের শত্রুদের ক্ষমার বিষয়টি বিবেচনা করছেন।
বুধবার প্রকাশিত এই সাক্ষাৎকারে বাইডেন বলেন, নভেম্বরের নির্বাচনের পরপরই ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসের বৈঠকের সময় সম্ভাব্য ক্ষমা সম্পর্কে তিনি “স্পষ্টভাবে” কথা বলেছেন
বিবিসি বলছে, ইউএসএ টুডেকে দেওয়া এই সাক্ষাৎকারটি এখন পর্যন্ত প্রিন্ট প্রকাশনায় দেওয়া বাইডেনের একমাত্র বিদায়ী সাক্ষাৎকার। মূলত বাইডেনের কাছে মিডিয়া অ্যাক্সেস কঠোরভাবে নিয়ন্ত্রণ করত হোয়াইট হাউস এবং বিদায়ী এই প্রেসিডেন্ট গত বছরের ২১ জুলাই থেকে আর কোনও সংবাদ সম্মেলন করেননি। মূলত সেসময়ই প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে ছিটকে যান তিনি।
সর্বশেষ এই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন তার ছেলে হান্টার বাইডেনকে সম্পূর্ণ এবং নিঃশর্ত ক্ষমা করার বিষয়ে তার সিদ্ধান্তের পক্ষেই অবস্থান নেন। মূলত দুটি ফৌজদারি মামলার জন্য শাস্তির মুখোমুখি হয়েছিলেন বাইডেনের ছেলে, যার একটি ছিল কর ফাঁকি এবং অন্যটি অবৈধভাবে বন্দুক কেনার মামলা।
কালের আলো/ এসএকে