ছয় মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব: আলাল
প্রকাশিতঃ 9:38 am | January 09, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের যে প্রস্তুতি দেখা যাচ্ছে তাতে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নৌবন্দরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সংস্কার এবং নির্বাচন পাশাপাশি থাকুক। প্রয়োজনীয় সংস্কার আগে করে পরে নির্বাচন দেওয়া যেতে পারে। এরপর যে বিস্তীর্ণ সময় থাকবে সেই সময়টা বাকি সংস্কার হোক।
তিনি বলেন, নির্বাচিত সরকারের কাছে যে প্রভাব-ক্ষমতা থাকে, তা অনির্বাচিত সরকারের কাছে থাকে না।
বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, আমরা চাচ্ছি, নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকার যদি বিএনপির প্রতিকূলে দাঁড়ানো কোনও রাজনৈতিক দল হয়, তবু নির্বাচিত সরকার দরকার।
কালের আলো/এসএকে