ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক
প্রকাশিতঃ 9:47 am | January 09, 2025
খুলনা প্রতিনিধি, কালের আলো:
খুলনা শহরে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়টি জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. কুতুব উদ্দিন।
আটকরা হলো – যশোরের কেশবপুরের কাঁঠালতলা গ্রামের সাফিন দফাদারের ছেলে সজল দফাদার, নগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া মেইনরোড এলাকার জনি হাওলাদারের ছেলে সাব্বির হাওলাদার ও বাগমারা ব্যাংকার্স গলির মো. সেলিম শেখের ছেলে আকাশ শেখ।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. কুতুব উদ্দিন জানান, ভোরে খুলনার বাগমারা এলাকার ব্যাংকার্স গলিতে কিশোর গ্যাংয়ের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে – এ ধরনের সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। সেখান থেকে পুলিশ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তারা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। এ সময় তাদের কাছে থাকা একটি ধারালো ছুরি, ডবল সুইচ গিয়ার ছুরি এবং লাল টেপ মোড়ানো একটি রড উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, কিশোর গ্যাংয়ের একটি তালিকা তৈরি করা হয়েছে। সে অনুযায়ী বিভিন্ন আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাদের তালিকা প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে।
কালের আলো/এএএন/কেএ