সপ্তম শ্রেণির পাঠ্যবই থেকে বাদ সালাউদ্দিন-সাকিবের নাম

প্রকাশিতঃ 3:36 pm | January 09, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

২০২৫ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর ‘ইংলিশ ফর টুডে’ পাঠ্যবই থেকে বাদ দেওয়া হয়েছে কাজী সালাউদ্দিন ও সাকিব আল হাসানের নাম।

‘গেইমস এন্ড স্পোর্টস’ অধ্যায়ে বিশ্বের আট বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বের নাম রাখা হয়।

২০১৩ সালে পরিমার্জিত সেই বইয়ে এতোদিন ধরে ছিলেন সালাউদ্দিন ও সাকিব। তাদের দুজনের পাশাপাশি বাদ দেওয়া হয়েছে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের নামও।

তাদের পরিবর্তে নতুন পাঠ্যবইয়ে যোগ করা হয়েছে জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, জাতীয় পুরুষ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও দাবাড়ু রানী হামিদের নাম। এছাড়া আগে থেকেই রয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে, আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা, বাংলাদেশের পর্বতারোহী নিশাত মজুমদার, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ব্রায়ান লারা ও টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস।

সালাউদ্দিন ও সাকিবকে নিয়ে আলাদা একটা অধ্যায়ও ছিলো পাঠ্যবইতে, সেটাও বাদ দেওয়া হয়েছে। তর্কসাপেক্ষে দেশের সেরা ফুটবলার সালাউদ্দিন বুটজোড়া তুলে রাখেন ১৯৮৪ সালে।

এরপর টানা ১০ বছর জাতীয় দল ও আবাহনীসহ বিভিন্ন ক্লাবের হেড কোচ ছিলেন তিনি। ২০০৮ সালে নির্বাচিত হন বাফুফের সভাপতি। টানা চার মেয়াদে ১৬ বছর এই দায়িত্ব পালন করেন সাবেক এ ফুটবলার।
অন্যদিকে সাকিব তর্কাতীতভাবেই দেশের সেরা ক্রিকেটার। ২০০৬ সালে অভিষেক হওয়ার পর থেকে খেলে যাচ্ছেন এখনো। কিন্তু ক্যারিয়ারের শেষ বেলায় এসে নাম লেখান রাজনীতিতে। গত ৫ আগস্ট পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন তিনি।

কালের আলো/এএএন/কেএ