খোলাবাজারে দৈনিক সাড়ে তিন হাজার টন চাল বিক্রি হবে
প্রকাশিতঃ 7:39 pm | January 09, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে খোলাবাজার তথা ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রমের আওতায় সারাদেশে দৈনিক তিন হাজার ৫০৪ টন চাল বিক্রি করা হবে। প্রথম পর্যায়ে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এ কার্যক্রম পরিচালনা করা হবে। বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশের ৪২২ উপজেলার মোট ১৭৫২টি কেন্দ্রের প্রত্যেক কেন্দ্রে প্রতিদিন দুই টন করে চাল বিক্রি করা হবে। অর্থাৎ মোট দৈনিক মোট তিন হাজার ৫০৪ টন চাল বিক্রি করা হবে। প্রত্যেক ক্রেতা পাঁচ কেজি করে চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দর রাখা হবে ৩০ টাকা।
এতদিন মোট ৯০৮টি কেন্দ্রের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হতো। আগের কেন্দ্রগুলোর সঙ্গে নতুন আরও ৮৪৪টি কেন্দ্র যুক্ত করা হচ্ছে। অর্থাৎ বিক্রয়কেন্দ্র দ্বিগুণ করা হচ্ছে। তবে নতুন কেন্দ্রগুলো উপজেলা সদরের বাইরে স্থাপিত হবে।
কালের আলো/এসএকে