মৌলভীবাজার শ্রীমঙ্গলে দু’দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল শুরু কাল 

প্রকাশিতঃ 7:46 pm | January 09, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দু’দিনব্যাপী ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর সাংস্কৃতিক উৎসব হারমোনি ফেস্টিভ্যাল শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (১০ জানুয়ারি)। স্থানীয় কালীঘাট ইউনিয়নে কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এই উৎসব শেষ হবে পরদিন শনিবার (১১ জানুয়ারি)।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান ও পর্যটক মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরিন জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্রেড-১) আবু তাহের মোঃ জাবের।

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোহাম্মদ রেজা-উন-নবী, মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন জেলা, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার (এসপি) এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আয়োজকরা জানায়, অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও সংলগ্ন এলাকার বিভিন্ন নৃগোষ্ঠীরর ঐতিহ্যবাহী খাবার, পণ্য ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক নিয়ে তিনদিন ব্যাপী আয়োজন থাকবে। এ আয়োজন সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী ৪৪ টি স্টলের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য, খাবার, জীবনাচার, পোশাক ইত্যাদি প্রদর্শন ও বিক্রয় করবে। হারমোনি ফেস্টিভ্যালে, খাসিয়া, গারো, মনিপুরী, ত্রিপুরা, সবর, খাড়িয়া ইত্যাদি জনগোষ্ঠীর তাদের নিজের সব পোশাকে নৃত্য ও গান পরিবেশন করবে।

শ্রীমঙ্গল উপজেলা পর্যটন অধ্যুষিত হওয়াতে পর্যটকের মনোযোগ বৃদ্ধি, পর্যটন মাধ্যমে  দেশের সমবৃদ্ধি, ক্ষুদ্র ও নৃ-জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে ভবিষ্যতে অধিক সংখ্যক টুরিস্টের আগমনের জন্য উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড পর্যটন শিল্পের প্রচার ও বিপণের লক্ষে এমন বর্ণিল আয়োজন করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কালের আলো/এমএএইচইউ