সবার অ্যাকাউন্ট ফেরেনি

প্রকাশিতঃ 6:04 pm | March 14, 2019

টেক ডেস্ক, কালের আলো:

দীর্ঘ ১৫ ঘণ্টাতেও স্বাভাবিক হয়নি ফেইসবুক। সকালে অনেকের ফেইসবুক ফিরে এলেও এখন আবার কনটেন্ট লোড হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে।

তবে সবারই যে ফেইসবুক ব্যবহার করতে সমস্যা হচ্ছে তা নয়। আবার অনেকে অ্যাকাউন্ট থেকে ম্যাসেঞ্জারে ম্যাসেজ আদান প্রদান করতে পারলেও ছবি আপলোড করতে পারছেন না।

ব্যবহারকারীরা অ্যাড্রেসবারে ফেইসবুক সার্চ করলে বলা হচ্ছে, ‘দুঃখিত কোথাও কোনো সমস্যা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা সমাধানে আমরা কাজ করছি।’

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ফেইসবুকের হেল্প সেন্টার পেইজে বলা হচ্ছে, ফেইসবুকের কাছে জমা থাকা আপনার তথ্য ভাণ্ডারের উন্নয়নে কাজ করছি আমরা। এটা আপনার অ্যাকাউন্টে কোনো প্রভাব ফেলবে না। তবে কিছু সময়ের জন্য আপনি সাইটটিতে প্রবেশ করতে পারবেন না।

মনে রাখতে হবে, আমরা একই সময় সব অ্যাকাউন্টে সাইট মেইন্টেন্সের কাজ করি না। হতে পারে আপনি অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেছেন না, কিন্তু আপনার বন্ধু ঠিকই পারছেন।

এদিকে, ইনস্টাগ্রাম তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে জানিয়েছে, তারা ফিরে এসেছে। কোনো রকম ঝামেলা ছাড়াই ইনস্টাগ্রাম এখন ব্যবহার করা যাচ্ছে।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুরোপুরি ফিরে আসেনি ফেইসবুক বা হোয়াটসঅ্যাপ।

প্রসঙ্গত, বুধবার(১৩ মার্চ) বাংলাদেশ সময় প্রায় রাত সাড়ে ১০টা হতে সমস্যা শুরু হয় ফেইসবুকে। একই সঙ্গে ফেইসবুকের মালিকানাধীন ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামেও কনটেন্ট লোড হতে সমস্যা দেখা দেয়।

সূত্র: টেক শহর