কনকনে শীত তেঁতুলিয়ায়, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
প্রকাশিতঃ 9:05 am | January 10, 2025
পঞ্চগড় প্রতিনিধি, কালের আলো:
চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টায় তেঁতুলিয়ায় ৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।
বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
কালের আলো/এএএন/কেএ