লস অ্যাঞ্জেলেসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১০

প্রকাশিতঃ 2:17 pm | January 10, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

লস অ্যাঞ্জেলেসের দাবানলে তৃতীয় দিনে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। পাঁচটি আলাদা দাবানলে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পর্যন্ত ১০ হাজারের বেশি অবকাঠামো ধ্বংস হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিক্যাল এক্সামিনার কার্যালয় থেকে বৃহস্পতিবার রাতে জানানো হয়, দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে। তবে মৃত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনোও তথ্য দেওয়া হয়নি।

শহরের পশ্চিমদিকে সান্তা মনিকা ও মালিবুর মধ্যবর্তী প্যালিসেইড এবং শহরের পূর্বদিকে প্যাসাডেনার দাবানলকে লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী বলে তালিকাভুক্ত করেছে কর্তৃপক্ষ। এই এলাকায় ইতোমধ্যে প্রায় ৫৩ বর্গমাইল পরিমাণ জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর কিছু আগে এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেছেন, দাবানলের শিকার এলাকাগুলো দেখলে মনে হয়, সেখানে কেউ পারমাণবিক বোমা মেরেছে। আমি কোনও ভালো খবর প্রত্যাশা করছি না। আমাদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

কালের আলো/এমডিএইচ