চলছে চেয়ারম্যান নির্বাচন এবি পার্টির
প্রকাশিতঃ 6:58 pm | January 10, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেবা ও সমস্যা সমাধান’-এর রাজনৈতিক স্লোগানকে সামনে নিয়ে যাত্রা শুরু করা আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান পদে নির্বাচন চলছে সোহরাওয়ার্দী উদ্যানে।
শুক্রবার (১০ জানুয়ারি) দিনভর ভোটগ্রহণ চলছে, ভোট গণনা শেষে আগামীকাল শনিবার জাতীয় কাউন্সিলে ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে টানা রাত ৯টা পর্যন্ত। দেশ, বিদেশে অবস্থানরত প্রায় ২ হাজার ৮০০ জন কাউন্সিলর এই নির্বাচনে ভোট প্রদান দিচ্ছেন। দেশের কাউন্সিলররা সশরীরে উপস্থিত হয়ে এবং প্রবাসী ও অসুস্থতাজনিত কারণে অনুপস্থিত কাউন্সিলররা অনলাইনে ভোট দিচ্ছেন।
দলটির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল জানান, নির্বাচনে এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) দিদারুল আলম ও প্রতিষ্ঠাতা সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবি পার্টির নেতারা জানান, গঠনতন্ত্র অনুযায়ী গত ২৭ ও ২৮ জানুয়ারি নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ৬০ জন প্রার্থীর বিপরীতে ২১ জন নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন।
আজ চেয়ারম্যান পদে ভোটগ্রহণ শেষ হলে, নির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যরা ভোটের মাধ্যমে দলের সেক্রেটারি নির্বাচিত করবেন। চেয়ারম্যান ও সেক্রেটারি নির্বাচনের ফলাফল শনিবার কাউন্সিলে ঘোষণা করা হবে।
কালের আলো/এমডিএইচ