নান্দাইলে যৌথ বাহিনীর হাতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশিতঃ 9:24 am | January 11, 2025

ময়মনসিংহ প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪ নং চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান শাহাবউদ্দিন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করে। শাহাব উদ্দিন ভূঁইয়া নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার সন্ধ্যার পর ক্যাপ্টেন ইমতিয়াজের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়াকে তার ইউনিয়নে জনৈক সুরুজ মিয়ার বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণে সহযোগিতা, নান্দাইল চৌরাস্তায় অবৈধ গরুর হাট বসানোসহ বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে।

 

কালের আলো/এসএকে