আজও খুব অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, অবস্থান দ্বিতীয়

প্রকাশিতঃ 10:04 am | January 11, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বরাবরে মতো আজও ‘খুব অস্বাস্থ্যকর’ হয়ে ঢাকার বাতাস। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় এখন শহরটির অবস্থান দ্বিতীয় এবং স্কোর ২৪৩। এখন শীর্ষ স্থানে রয়েছে কেলকাতা, স্কোর ২৯৯।

শনিবার সকাল ৮টা ৫৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সে এ তথ্য পাওয়া গেছে।

সূচকে এখন তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ২১৪; চতুর্থ স্থানে রয়েছে ভারতের মুম্বাই স্কোর ২১০; পঞ্চম স্থানে উজবেকিস্তানের তাশখন্দ, স্কোর ১৮৪; ষষ্ঠ কুয়েত সিটি, স্কোর ১৮৩; সপ্তম বাহরাইনের মানামা, স্কোর ১৮০; অষ্টম পাকিস্তানের করাচি, স্কোর ১৭৯; নবম মঙ্গোলিয়ার উলানবাটর, স্কোর ১৭৯; দশম স্থানে রয়েছে কাতারের দোহা, স্কোর ১৭৪।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০০-এর বেশি হলে তা বিপজ্জনক বলে ধরা হয়।

কালের আলো/এএএন/কেএ