ডাকসুর নির্বাচিতদের গণভবনে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
প্রকাশিতঃ 10:21 am | March 15, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) বিজয়ী প্রার্থীদের সঙ্গে দেখা করবেন।
শনিবার(১৫ মার্চ) বিকেল ৪টায় প্রধানমন্ত্রী ২৮ বছর পর অনুষ্ঠিত ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছেন।
এ বিষয়ে নুর জানান, শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি শুনেছি, কিন্তু এখনো আমি এ বিষয়ে অফিশিয়াল কিছু শুনিনি। তবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ পেলে অবশ্যই যাব। কেননা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশের সবার অভিভাবক। তিনি যদি ডাকেন তাহলে অবশ্যই দেখা করতে যাব।
ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন কোটা সংস্কার আন্দোলন নেতা নুরুল হক নূর। সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।
ডাকসুর মোট ২৫টি পদের ২৩টিতেই জয় পেয়েছে ছাত্রলীগ। ১৮টি হল সংসদের বেশির ভাগ হলে ভিপি-জিএস পদে জয়ী হয়েছে ক্ষমতাসীন ছাত্র সংগঠন।
২৮ বছর পর গত সোমবার ডাকসুর ২৫ পদের পাশাপাশি হল ছাত্র সংসদের ১৩ পদে ভোট দেন শিক্ষার্থীরা।
কালের আলো/এমএইচএ