বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হলেন মাওলানা মামুনুল হক
প্রকাশিতঃ 5:32 pm | January 11, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির নির্বাচিত হয়েছেন মাওলানা মামুনুল হক। তিনি এতদিন সংগঠনটির মহাসচিবের দায়িত্বে ছিলেন। আর মহাসচিব নির্বাচিত হয়েছেন মাওলানা জালালুদ্দিন, যিনি যুগ্ম মহাসচিব ছিলেন।
শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত মজলিসে শুরার অধিবেশনে এই সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের দায়িত্ব পালন করে আসা মাওলানা ইসমাঈল নূরপুরী সংগঠনটির অভিভাবক পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই দায়িত্ব পালন করে আসা মাওলানা রফিকুর রহমান সম্প্রতি ইন্তেকাল করেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছে শায়খুল হাদীস পরিষদ। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মাহফুজুল হক, সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ এবং সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের শুরা সদস্যরা যথাসময়ে একটি গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
বিবৃতিতে তারা বলেন, আমরা বিশ্বাস করি, শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির হাতে গড়া এ সংগঠনের নেতৃত্ব একজন যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তির হাতে অর্পিত হয়েছে।
কালের আলো/এমডিএইচ