ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজে দুই গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া

প্রকাশিতঃ 7:22 pm | January 12, 2025

ময়মনসিংহ প্রতিনিধি, কালের আলো:

ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সংশ্লিষ্ট ক্যাম্পাসে এই ঘটনা ঘটেছে।

আহতরা হলেন—মেহেদী হাসান শিমুল, আল আমিনসহ অজ্ঞাত প্রায় ১০ জন। তবে তাৎক্ষণিকভাবে আহত সবার নামপরিচয় জানা যায়নি।

সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে।

এ বিষয়ে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ বলেন, হলের সিট নবায়ন ইস্যুতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত। বর্তমানে প্রশাসন ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

সাধারণ শিক্ষার্থীরা জানায়, ছাত্রলীগের ছেলেরা আগে থেকেই হলে ছিল। এখন তারা আবারও হলে থাকার জন্য অধ্যক্ষের ওপর চাপ সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা করেছেন। এতে আমাদের অনেকে আহত হয়েছেন।

হলের শিক্ষার্থীদের দাবি, বহিরাগত শিক্ষার্থীদের প্রত্যক্ষ মদদে হলের শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে।

কালের আলো/এমডিএইচ