সাবেক কাউন্সিলর ইলিয়াছ ঢাকায় গ্রেপ্তার

প্রকাশিতঃ 5:10 pm | January 13, 2025

চট্টগ্রাম প্রতিবেদক, কালের আলো:

চট্টগ্রাম সিটি করপোরেশনের আওয়ামী লীগ দলীয় সাবেক কাউন্সিলর মো. ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একাধিক মামলা আছে বলে পুলিশ জানিয়েছে। রোববার রাতে ঢাকার কলাবাগান থেকে চট্টগ্রামের হালিশহর থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান।

মো. ইলিয়াছ (৫০) চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

নগরীর হালিশহর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত বছরের ২৭ আগস্ট হালিশহর থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভূক্ত আসামি ইলিয়াছ। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ ছাড়া একই অভিযোগে গত বছরের আগস্টে কোতোয়ালী থানায় দায়ের হওয়া দুটি মামলায়ও ইলিয়াছ আসামি হিসেবে আছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

 

কালের আলো/এসএকে