পিএসসির নতুন ছয় সদস্যের নিয়োগ বাতিল
প্রকাশিতঃ 6:54 pm | January 13, 2025
কালের আলো ডেস্ক:
সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সদ্য নিয়োগ পাওয়া ছয় জন সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার (১৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এই ছয় সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘সদ্য নিয়োগপ্রাপ্ত ছয় জন ব্যক্তির পিএসসির সদস্য পদে নিয়োগের আদেশ রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বাতিল করা হলো। ছয় জন সদস্য অদ্যাবধি শপথ গ্রহণ করেননি।’
‘নিয়োগ বাতিল হওয়া ছয় জন হলেন— শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচার বোটানি বিভাগের অধ্যাপক (গ্রেড-১) ড. শাহনাজ সরকার, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, বিয়াম ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক ড. মো. মিজানুল রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব (পশ্চিম ও আইসিটি) শাব্বির আহমদ চৌধুরী, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিসেস অ্যান্ড ইউরোলজির সাবেক পরিচালক অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।
এর আগে গত ২ জানুয়ারি এই ছয় জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে একদল শিক্ষার্থী পিএসসি ভবনের সামনে বিক্ষোভ করেছিলেন।
কালের আলো/এমডিএইচ