ডিসেম্বরে ডিএমপির মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা

প্রকাশিতঃ 7:50 pm | January 13, 2025

কালের আলো ডেস্ক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত বছরের ডিসেম্বর মাসে অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য থানা পুলিশসহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিসেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ পুরস্কার দেওয়া হয়। ডিএমপির মাসিক এ অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শ্রেষ্ঠ হলেন যারা—

ডিসেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ক্রাইম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে উত্তরা বিভাগ। শ্রেষ্ঠ থানা হয়েছে উত্তরা পশ্চিম থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসাইন। পুলিশ পরিদর্শকদের (তদন্ত) মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নাজমুল হাসান।

শ্রেষ্ঠ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন— বিমানবন্দর থানার এসআই মো. জহিরুল ইসলাম ও বনানী থানার এসআই কাজী জাহিদুর রহমান আবির। এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন— যাত্রাবাড়ী থানার এএসআই মো. আখতারুজ্জামান মন্ডল পলাশ ও পল্লবী থানার এএসআই নুর আলম খান। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন বনানী থানার এসআই কাজী জাহিদুর রহমান আবির। অস্ত্র উদ্ধারে প্রথম হয়েছেন বিমানবন্দর থানার এসআই মো. জহিরুল ইসলাম। বিস্ফোরকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ হয়েছেন বিমানবন্দর থানার এসআই জয় বণিক। মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ হয়েছেন রুপনগর থানার এসআই আবুল খায়ের। চোরাই গাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ হয়েছেন গুলশান থানার এসআই মো. আলিম হোসাইন।

এছাড়াও গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে গোয়েন্দা-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার এনায়েত কবির সোয়েব। মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম।

ট্রাফিক বিভাগের মধ্যে প্রথম হয়েছে ট্রাফিক-উত্তরা বিভাগ। ট্রাফিকের শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন গুলশান-ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার আবু সায়েম নয়ন। শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) হয়েছেন কোতয়ালী ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ আতিকুর রহমান। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট যৌথভাবে নির্বাচিত হয়েছেন গুলশান-ট্রাফিক জোনের সার্জেন্ট মো. বায়েজীদ হোসেন ও উত্তরা-ট্রাফিক জোনের সার্জেন্ট মো. খলিলুর রহমান।

এছাড়াও ডিএমপির মিডিয়া অ্যান্ড পিআর বিভাগসহ একাধিক বিভাগ ও বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সঞ্চালনা করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম এবং যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনাররাসহ ডিএমপির সব থানার অফিসার ইনচার্জরা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমডিএইচ