নির্বাচনে সহায়তার ইস্যু নিয়ে ইসির সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি দলের বৈঠক
প্রকাশিতঃ 1:09 pm | January 14, 2025
জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সহায়তা দেওয়ার ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে বৈঠকটি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চার কমিশনার ও সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এরপর সচিবের সঙ্গে বৈঠক করবেন তারা।
ইসি সূত্রে জানা গেছে, সংস্থাটির কাছে নির্বাচনে কারিগরিসহ বেশ কিছু সহযোগিতার প্রস্তাব দেবে কমিশন।
নিড অ্যাসেসমেন্ট মিশনের আওতায় ইউএনডিপি’র আট সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ সংক্রান্ত কার্যক্রমে সহযোগিতার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
ইউএনডিপি’র সদস্য এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে এর আগেও একবার বৈঠক হয়েছে। অতীতেও সংস্থাটি বিভিন্ন নির্বাচনে প্রশিক্ষণ ও নির্বাচনী উপকরণ দিয়ে সহায়তা করেছে।
কালের আলো/এএএন/কেএ