ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তকে অদূরদর্শী বলল এবি পার্টি, বিলুপ্তির দাবি
প্রকাশিতঃ 3:57 pm | January 14, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
৬৫ পণ্যের ওপর অন্তর্বর্তী সরকারের ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্তকে অনিবার্য ও অদূরদর্শী বলে উল্লেখ করেছে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। ক্রমান্বয়ে কমিয়ে বাংলাদেশ থেকে ভ্যাট ব্যবস্থা বিলুপ্তির দাবিও জানিয়েছে দলটি।
সোমবার বিকালে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান এবি পার্টির নেতারা।
সংবাদ সম্মেলন থেকে টিসিবির ট্রাকে পরিচালিত নিম্ন আয়ের মানুষের জন্য কম দামে পণ্য বিক্রি বন্ধ করার সিদ্ধান্তকেও আত্মঘাতী উল্লেখ করে দলটি।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। অন্যদিকে, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলের নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘এবি পার্টি মনে করে, জনগণকে কষ্ট দিয়ে বাজেটের ঘাটতি মেটানো, আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ঋণ পাওয়ার জন্য সরকারের ব্যয় সংকোচন করা বেশি জরুরি। এক্ষেত্রে সরকারের সাইজ কমানো, প্রজাতন্ত্রের কর্মচারীদের বিলাসী সুযোগ-সুবিধা কর্তন, অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বাতিল বা কমানোর উদ্যোগ নেওয়া দরকার।
পাশাপাশি রাষ্ট্রকে তার বাৎসরিক খরচ মেটানোর জন্য শুধু প্রত্যক্ষ করের ওপর জোর দেওয়ার তাগিদ দেন এবি পার্টির নেতারা। সেক্ষেত্রে রাষ্ট্রের আয় বাড়ানোর জন্য প্রত্যক্ষ করের ক্ষেত্র ও পরিধি বাড়ানো জরুরি।
ভ্যাট বাতিলের দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আওয়ামী লীগের লুটেরার মতো আচরণ আপনারা দেশের গরিব মানুষের সঙ্গে করবেন না।’
তিনি বলেন, ‘যেভাবে দিনকে দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে, তার ওপর আবার নতুন করে ভ্যাট আরোপ করা হচ্ছে, তাতে জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন পার্টির সাবেক আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লা আল মামুন রানা, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল ও অর্থ সম্পাদক আমিনুল ইসলাম।
কালের আলো/এএএন/কেএ