দেশীয় অস্ত্রসহ জাকির ও লিটন আটক
প্রকাশিতঃ 4:33 pm | January 14, 2025
কুমিল্লা প্রতিবেদক, কালের আলো:
কুমিল্লায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার রাতে নগরীর অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সেনাবাহিনীর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর অশোকতলা এলাকার মৃত মোবারক আলীর ছেলে জাকির হোসেন (৩৮) ও একই এলাকার মৃত আব্দুল আলীর ছেলে লিটন (৪২)। পরে তাদেরকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর ২৩ বীরের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদমানের নেতৃত্বে জাকির হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তার স্বীকারোক্তি অনুযায়ী তার গ্যারেজের টিনশেড থেকে একটি ৭ দশমিক ৬৫ মিমি পিস্তল উদ্ধার করা হয়।
এদিকে জাকিরের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ বীরের দল রাতভর অভিযান চালিয়ে সন্ত্রাসী লিটনকে (৪২) তার বাড়ি থেকে আটক করে। এ সময় লিটনের কাছ থেকে আরেকটি ৭ দশমিক ৬৫ মিমি পিস্তল, দুটি চীনা চাপাতি, দুইটি চীনা কুঠার, একটি চীনা চাকু এবং পাঁচটি ছুরি উদ্ধার করা হয়।
কালের আলো/এসএকে