বিজিবি-বিএসএফ বৈঠকের মাধ্যমেই সীমান্তের সব সমস্যার সমাধান হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশিতঃ 4:42 pm | January 14, 2025
ময়মনসিংহ প্রতিনিধি, কালের আলো:
স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘সীমান্ত এলাকায় কাটাতারের বেড়া দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত। বর্তমানে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে। দুই দেশের সীমান্তে শান্তিরক্ষায় আগামী মাসে বিজিবির এবং বিএসএফ ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ে বৈঠক হবে। ওই বৈঠকের মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে।’
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের অডিটোরিয়ামে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সভায় ঊপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘পুলিশ দায়িত্ব পালনে আগের চেয়ে বেশি তৎপর হয়ে উঠেছে। তাদের কাজে উৎসাহ দিতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’
কৃষকের সার নিয়ে কারসাজির বিষয়ে সতর্ক করে উপদেষ্টা বলেন, ‘কৃষকরা ন্যায্য মূল্যে সার পাবেন। ডিলারদের কোনও ধরনের কারসাজি সরকার সহ্য করা হবে না। কারও বিরুদ্ধে অভিযোগ পেলে ওই ডিলারের লাইসেন্স বাতিল করা হবে। কৃষি বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের কৃষিবান্ধব হতে হবে।’
সারের সংকট বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশে সারের কোনো সংকট নেই। কেউ যদি সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে প্রশাসন ও পুলিশের সহায়তায় তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বলেন, যেসব ডিলাররা সারের কৃত্রিম সংকট সৃষ্টি করবে, তাদের ডিলারশিপ বাতিল করা হবে। তাদেরকে কোন অবস্থায় ছাড় দেয়া হবে না। তিনি আরো বলেন, কৃষকরাই আমাদের অর্থনীতির প্রাণ। তারা যেন ন্যায্য মূল্যে ও সঠিক সময়ে সার ও বীজ পায়, কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এর আগে মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেপিআই স্থাপনাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্টদের সজাগ ও সতর্ক থাকতে হবে। অগ্নিকাণ্ড প্রতিরোধে সেখানে নিয়মিত মহড়া দিতে হবে। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় ডেকোরেশন বন্ধ করতে হবে। কেননা, ইন্টেরিয়র ডিজাইনের কারণে অনেক সময় অগ্নি দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।
কৃষির উন্নয়নে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ারও আহ্বান জানান তিনি।
এ সময় বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. মোহাম্মদ আশরাফুর রহমান, ময়মনসিংহ ৭৭ ইনফ্রেন্টি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম হায়দার, ৪০৩ ব্যাটল গ্রুপের কমান্ডার কর্নেল মাহমুদ হাসান, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/এমডিএইচ