জামালপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, চলাচল বন্ধ

প্রকাশিতঃ 6:57 pm | January 14, 2025

নিজস্ব প্রতিবেদক কালের আলো:

জামালপুরের মেলান্দহে ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে আছে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন। এতে বন্ধ রয়েছে জামালপুর-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দুরমুট ফুলতলা এলাকায় ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে যায় ট্রেনটি। তবে কেউ হতাহত হয়নি।

রেলওয়ে পুলিশ জানায়, বিকেল ৩ টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্য রওনা হয় তিস্তা এক্সপ্রেস ট্রেনটি। পরে দুরমুট স্টেশন পাড় হওয়ার পরই ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনটির ইঞ্জিন মেরামত কাজ করছে টেকনিশিয়ানরা। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। যাত্রীরা স্বাভাবিক রয়েছে।

জামালপুর রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, ট্রেনটি উদ্ধারে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ইঞ্জিন রওনা করেছে। খুব দ্রুতই ট্রেন

কালের আলো/এসএকে