ক্রীড়াঙ্গনে সাফল্যের আলোয় উদ্ভাসিত বিমান বাহিনী, সংবর্ধনায় ক্রীড়াবিদদের মনে সুখ ও আনন্দের সুরভী

প্রকাশিতঃ 10:24 pm | January 14, 2025

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

৪৩ বছরে ১৬ বার বিজয় দিবসে টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ১৯৮১ সাল থেকে এই টুর্নামেন্ট আয়োজনের পর এবারই প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে হকিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ বিমান বাহিনী। মওলানা ভাসানী স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ফাইনালে তাঁরা ৫-৪ গোলে পরাজিত করে বাংলাদেশ নৌবাহিনীকে। দ্রুতগতির ও চিত্তাকর্ষক এই খেলায় হকিতে রাজত্বে ফিরলো বিমান বাহিনী। লক্ষ্য থেকে ছিটকে পড়েনি আর্চারিও। সম্ভাবনার আভাস মেলেছে এই খেলাটিতেও। প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘আর্চারি লীগ-২০২৪’ এ রানারআপ হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী আর্চারি দল। এ যেন সাফল্যের মুকুটে আরেকটি পালক।

বাংলাদেশ বিমান বাহিনীর কাবাডি, ভলিবল এবং বাস্কেটবল দলসমূহও নিজ নিজ অবস্থান থেকে জাতীয় পর্যায়ের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে রেখেছে কৃতিত্বের স্বাক্ষর। উপহার দিয়েছে স্মরণীয় একাধিক মুহুর্ত। আনন্দে ভাসিয়েছেন নিজেদের এবং বাহিনীকে। নির্মোল বিনোদনের মাধ্যম ক্রীড়াঙ্গনে প্রাণ ফিরে পাওয়া কিংবা জোয়ার আসার নেপথ্যে রয়েছে সঠিক পরিকল্পনা, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা, টিমওয়ার্ক আর শৃঙ্খলা। নিজ বাহিনীর ক্রীড়াবিদদের মনে সুখ ও আনন্দের সুরভী ছড়িয়ে জাতীয় মঞ্চের জন্য প্রস্তুত করতে যোগ্য অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সময়ের অমোঘ নিয়মে অতীতের খাতায় অর্জনগুলো ঠাঁই করে নিলেও নিজেদের মন-মস্তিষ্কে গাঁথা চোখ ধাঁধানো নানা সাফল্য। নতুন আলো নিয়ে আসা কালের পাতায় সামনের দিনগুলোতেও সাফল্যের আলোয় ক্রীড়াঙ্গনে বাংলাদেশ বিমান বাহিনীকে আরও উদ্ভাসিত করতে, বাহিনীটির জন্য গৌরব বয়ে আনা খেলোয়াড়দের সুখানুভূতি অনুভব করেই ও খেলোয়াড়দের মনোবল আরও বৃদ্ধির লক্ষ্যে ‘ক্রীড়াবান্ধব’ বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিমান বাহিনী সদর দপ্তরে বিশেষ সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর কৃতি খেলোয়াড়দের। সংবর্ধনা অনুষ্ঠানের এই প্রধান অতিথি মনে করেন, বাংলাদেশ বিমান বাহিনীর খেলোয়াড়দের অসামান্য এসব অর্জন আগামী দিনের অনুপ্রেরণা হয়ে থাকবে। যা ভবিষ্যতে খেলোয়াড়দের আরও ভালো করতে উৎসাহ জুগাবে।

জানা যায়, কালের কপোলতলে হারিয়ে যাওয়া বিদায়ী বছরটিতে বাংলাদেশ বিমান বাহিনী ক্রীড়াঙ্গনে পেয়েছে স্বর্ণালী সাফল্য। এই সময়টিতে সুখটাই যেন নজর কেড়েছে বেশি। ভলিবল, বাস্কেটবল ও কাবাডিতেও জাগিয়েছে আশার সঞ্চার। জয়ের উল্লাসের মহিমা ছড়িয়েছে চারপাশে। প্রমাণিত হয়েছে বিমান বাহিনীতে ক্রীড়াঙ্গনে প্রতিভার কোন অভাব নেই। শুভ শক্তির দ্যুতি ছড়িয়ে গর্জে উঠার উজ্জীবিত শক্তিতে তাঁরাই দেখিয়েছেন আলোর পথ। সমৃদ্ধ করেছেন ক্রীড়াঙ্গনের ইতিহাসকে। দৃঢ় মনোবল আর টিম স্পিরিটে একেকজন খেলোয়াড় যেন ছিলেন অদম্য।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনী ভলিবল দল ‘স্বাধীনতা ও জাতীয় দিবস কাপ-২০২৪’ এ রানারআপ, বিমান বাহিনী বাস্কেটবল দল ‘বিজয় দিবস কাপ-২০২৪’ এ রানার আপ এবং বিমান বাহিনী কাবাডি দল ‘বিজয় দিবস কাপ-২০২৪’ প্রতিযোগিতায় রানারআপ সমুজ্জ্বল করেছেন নিজ বাহিনীর গৌরবকে। উজ্জ্বল করেছেন বাংলার মুখ। বিমান বাহিনী হকি দলের সদস্য এলএসি সোহানুর রহমান ‘বিজয় দিবস হকি টুর্নামেন্ট-২০২৪’ এবং ভলিবল দলের সদস্য কর্পোর‌্যাল মোঃ নাজমুল আলী ‘স্বাধীনতা ও জাতীয় দিবস কাপ-২০২৪’ এ শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হয়েছেন। কাবাডি দলের এলএসি দিপায়ন গোলদার ‘বিজয় দিবস কাবাডি’ প্রতিযোগিতায় মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এড়াছাও আর্চারী দলের সদস্য এসি-২ সীমা আক্তার জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাজিমাত করেছেন। সীমা আক্তার তুরস্কে অনুষ্ঠিত ‘অলিম্পিক বাছাই পর্ব-২০২৪’ এ অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক নারী দিবস এবং জাতীয় যুব আর্চারি প্রতিযোগিতায় বিমান বাহিনীর পক্ষে ৩টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক জিতেছেন। এতে করে বিমান বাহিনী আর্চারি দল রানারআপ হয়ে ভারী করেছে সফলতার পাল্লাকে।

কালের আলো/এমএএএমকে