মধ্যরাতে জলকামান দিয়ে এসআইদের সরিয়ে দিল পুলিশ
প্রকাশিতঃ 2:22 am | January 15, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
চাকরিতে পুনর্বহালের দাবিতে অনশনরত পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টরদের (এসআই) সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের একটি ইউনিট তাদের ওপর পানি ঢেলে ছত্রভঙ্গ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন অনশনরত এসআইরা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১টায় সচিবালয়ের ১নং গেটের সামনে উসমানী উদ্যান-সংলগ্ন রাস্তায় অনশনে থাকা অবস্থায় তাদের সরিয়ে দেওয়া হয়।
এর আগে, অব্যাহতি পাওয়া এসআই রবিউল রবি জানান, আমরা শান্তিপূর্ণ অনশন পালন করছি। কিন্তু রাত ১১টার পর থেকে এখানে পুলিশ আসে। আমাদের অনশনে তারা বাধা সৃষ্টি করছে। তারা আমাদের অনশনের এই স্থান থেকে ছত্রভঙ্গ হয়ে যেতে বলেছে।
তিনি বলেন, পুলিশের শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) পরিচয়ে আমাদের এ বাধা দেন। তাদের সঙ্গে এক পর্যায়ে আমাদের বাকবিতণ্ডা হয়।
রবি বলেন, অনশনে আমাদের দুই সদস্য খুব অসুস্থ হয়ে পড়েছে। এই শীতে দুই দিন ধরে টানা অনশন চলছে অথচ রাষ্ট্রের কোনো গুরুত্বই নেই আমাদের নিয়ে। আমরাও তো এ দেশেরই নাগরিক, কারো সন্তান। কারো ভাই।
তিনি আরও বলেন, প্রশাসন থেকে আমাদের কোনো আশ্বাস দেওয়া হচ্ছে না। কেউ বিষয়টি গুরুত্বও দিচ্ছে না। আমরা চাই এর সঠিক সমাধান হোক।
কালের আলো/এসএকে