বিগডাটা ওয়্যারহাউজের ৭ চ্যালেঞ্জ: বিবিএস
প্রকাশিতঃ 11:00 am | January 15, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
প্রথমবারের মতো নিজস্ব বিগডাটা ওয়্যারহাউজ প্ল্যাটফর্মের ৭ চ্যালেঞ্জ চিহ্নিত করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
এসব চ্যালেঞ্জ হলো-ডেটা সোর্স চ্যালেঞ্জ, অবকাঠামোগত, সক্ষমতা ও দক্ষতা, আর্থিক সীমাবদ্ধতা এবং ডেটার নিরাপত্তা ও গোপনীয়তার চ্যালেঞ্জ। আরও আছে সাংগঠনিক ও সাংস্কৃতিক বাঁধা এবং অপারেশনাল চ্যালেঞ্জ।
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নির্ধারণ করা হয়েছে বেশ কিছু কৌশলও। এগুলো হলো- পাইলট প্রকল্প গ্রহণ, লিভারেজ ওপেন সোর্স টুলস,সহযোগিতা, ক্লাউড পরিসেবা এবং পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা।
এ প্রসঙ্গে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘চ্যালেঞ্জগুলো মোকাবিলাকালে বিগডাটা ওয়্যারহাউজ তৈরির কার্যক্রম পরিচালনা করছি। আশা করছি এসব মোকাবিলা সম্ভব হবে।’
তিনি আরও বলেন, ‘ডাটার নিরাপত্তা একটি অন্যতম বিষয়। আমরা সেটি নিয়ে কাজ করছি। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
কালের আলো/এএএন/কেএ