আদিবাসীদের ওপর হামলার ঘটনায় ২ জন পুলিশ হেফাজতে
প্রকাশিতঃ 10:16 am | January 16, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন— মো. আব্বাস ও আরিফ আল কবির। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছন মতিঝিল থানার ডিউটি অফিসার এসআই তুহিন শিকদার।
তিনি জানান, মতিঝিলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আজ সকাল ৯টা পর্যন্ত কোনও মামলা হয়নি। এছাড়া আটক কাউকে এখনও গ্রেপ্তার দেখানো হয়নি। আটক দুইজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ঊর্ধ্বতনরা থানায় আসার পর তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে।
এরআগে, বুধবার (১৫ জানুয়ারি) রাত ১২টার দিকে ভেরিফায়েড অ্যাকাউন্ট দেওয়া পোস্টে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানান, এ ঘটনায় ‘ইতোমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য যারা জড়িত, তাদেরও গ্রেফতার করা হবে। ঘটনার পূর্বাপর তদন্ত হবে। আর, রাজপথে কারও সন্ত্রাস, চাঁদাবাজি আর চলতে দেওয়া হবে না।’
তার আগে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে এই ঘটনা ঘটে। জানা যায়, নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পেছনের প্রচ্ছদে আদিবাসী লেখা গ্রাফিতি বাতিল ও বহাল নিয়ে দুপক্ষই এনসিটিবি ঘেরাও করে রাখে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর মানব ব্যারিকেড ভেঙে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষই। এসময় কয়েকজন আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে আসা একদল লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে মতিঝিলে এনসিটিবি কার্যালয় ঘেরাও করার উদ্দেশে রওনা হয়। পরে এনসিটিবি ভবনের সামনে স্টুডেন্টস ফর সভারেন্টির ব্যানারে থাকা লোকজন আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় নারীসহ কয়েকজন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কালের আলো/এমডিএইচ