অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন সাময়িক বরখাস্ত
প্রকাশিতঃ 10:20 am | January 16, 2025
নিজস্ব প্রতিবেদক,কালের আলো:
গ্রেপ্তার হয়ে কারাবন্দি অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তের তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ সুপার আপেল উদ্দিন (বরিশাল রেঞ্জ পুলিশে কার্যালয়ে সংযুক্ত) রাজধানীর যাত্রাবাড়ী থানার দায়ের করা মামলায় গত ১৩ নভেম্বর গ্রেপ্তার করা হয়। পরের দিন তাকে আদালতে পাঠানো হয়।
আলেপ উদ্দিন ২০১৮ সালের সরকারি আইনের ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ১৩ নভেম্বর থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
৩১তম বিসিএসের কর্মকর্তা আলেপ ২০১৩ সালে পুলিশের চাকরি শুরু করেন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়। কর্মজীবনে আলেপ ২০১৪ থেকে ২০২৩ পর্যন্ত র্যাবে কর্মরত ছিলেন। কাজ করতেন জঙ্গি সেলের ইনচার্জ হিসেবে। কুখ্যাতি পান তিনি ‘জল্লাদ’ নামে। অভিযোগ আছে, জঙ্গি দমনের নামে অনেককে বিচারবহির্ভূতভাবে হত্যা করেছেন তিনি।
আরও অভিযোগ, আলেপ নিজ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তার ভাই স্থানীয় আওয়ামী লীগ নেতা আলতাব হোসেনকে দিয়ে রেলের জায়গা দখল করিয়েছেন। ক্ষমতার দাপট দেখিয়ে ভাইকে চেয়ারম্যান বানাতে চেয়েছিলেন।
এলাকায় মারামারিসহ ব্যাপক অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। বিশেষ করে তিস্তা-কুড়িগ্রাম রেলপথ সংলগ্ন চায়না বাজার এলাকায় রেলওয়ের একটি বড় অংশ অবৈধভাবে দখল করেন।
কালের আলো/এএএন/কেএ