পররাষ্ট্রসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক
প্রকাশিতঃ 1:59 pm | January 16, 2025
কালের আলো ডেস্ক:
পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রসচিবের দপ্তরে তিনি বৈঠক করেন।
বৈঠকে তারা বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা দ্বিপক্ষীয় সহযোগিতা, যৌথভাবে বাংলাদেশ-চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন নিয়েও আলোচনা করেন।
আগামী ২০ জানুয়ারি চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের এ বিষয়ে আলোচনা হতে পারে।
কালের আলো/এমডিএইচ