‘বিশ্বের বুকে বঙ্গবন্ধুর নামেই বাংলাদেশ পরিচিত’

প্রকাশিতঃ 9:28 pm | March 16, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু আর বাংলাদেশ সমার্থক। তার জন্যই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বিশ্বের বুকে বঙ্গবন্ধুর নামেই বাংলাদেশ পরিচিত।

শনিবার(১৬ মার্চ) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে ‘দুঃস্থ অসহায় মানুষের মাঝে রিকশা ও ভ্যান বিতরণ কর্মসূচি’ অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে তিনি একথা বলেন।

মতিয়া বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। হতদরিদ্র দেশ থেকে আজ আমরা উন্নয়নশীল শেখ হাসিনার জন্যই।

অনুষ্ঠানে নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, নিউজিল্যান্ডের এই সন্ত্রাসী হামলার নিন্দা জানাই। একজন সফল সরকারের মুল লক্ষ্য হওয়া উচিৎ জঙ্গি সন্ত্রাস দমন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সরকার কঠোরভাবে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করে বিশ্বব্যাপী এই বার্তা দিয়েছে যে, এদেশে জঙ্গি-সন্ত্রাসীদের ঠাঁই নেই।

তিনি বলেন, শেখ হাসিনা দায়িত্ব নিয়ে দেশের দুঃস্থ, দরিদ্র মানুষের কল্যাণে কাজ করেন। অপর দিকে বিএনপি এতিমের টাকা মেরে খায়। গরীবের সম্পদ লুট করে নিজেদের ভাগ্য গড়ে। তাই তাদের জাতীয়, স্থানীয় নির্বাচনে কোথাও খুঁজে পাওয়া যায় না। এদের প্রতি দেশের মানুষের আস্থা নেই।

কালের আলো/এমএইচএ